জঙ্গিবাদ আদর্শিক নয়, সন্ত্রাসীদের মতবাদ – অ্যাডভোকেট সালমা ইসলাম

844
দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকারীকরণ করা হবে - নবাবগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জঙ্গিবাদ আদর্শিক নয়, সন্ত্রাসীদের মতবাদ বলেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের বর্ধনপাড়া পিকেবি স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কলেজের সভাপতি ডা. জোনায়েত বাতেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ এর সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এছাড়াও প্রধ্ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে দোহার-নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। সবার সহযোগিতায়ই উন্নয়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, দেশে ইসলামের নামে জঙ্গিরা মানুষ হত্যা করছে। সবাই মিলে এই জঙ্গিদের নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ আদর্শিক নয়; এটা সন্ত্রাসীদের মতবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গি প্রতিহত করছে। বক্তব্যে সালমা ইসলাম ঐতিহ্যবাহী দোহার-নবাবগঞ্জ কলেজকে সরকারিকরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে পিকেবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী বুলবুল আক্তার, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, বক্সনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সাহা, জাতীয় পার্টির নেতা জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন