দোহারে কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা বাস চালু

528

আছিফুর রহমান, নিউজ ৩৯ ♦ দোহার কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য চালু হলো বিশেষ বাস সার্ভিস। কলেজগামী  ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য দোহারের নগর পরিবহন এই সেবাটি চালু করেছে। আপাতত এই বাস সার্ভিস সকাল সাড়ে আটটায় বাহ্রা ঘাট থেকে ছেড়ে আসবে আবার দুপুর একটায় দিকে জয়পাড়া থানার মোড় থেকে ছাত্র-ছাত্রী নিয়ে বাহ্রা ঘাটের দিকে রওনা দিবে।

এই নতুন বাস সার্ভিসের ফলে বর্তমানে ছাত্র-ছাত্রীদের কলেজে আসার দূর্ভোগ অনেক কমবে বলে মনে করছে সাধারন ছাত্র-ছাত্রীরা। গত কয়েক দিন জয়পাড়া কলেজে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার কারনে বাসে ছাত্র-ছাত্রীদের অনেক ভিড় হলে নগর বাস কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে প্রতিদিন সকাল সাড়ে আটটার দিকে ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।

ছুটির দিন বাদে প্রতিদিন এই বাস চলাচল করবে। এর ফলে এক দিকে ছাত্র-ছাত্রীদের যেমন সুবিধা হবে তেমনি আরেক দিকে বাস মালিকরাএ এতে উপকৃত হবে। এ উদ্যোগ নেবার জন্য জয়পাড়া কলেজের সকল ছাত্র-ছাত্রীদেরা নগর পরিবহনের মালিক-শ্রমিক ঐক্য পরিষদকে ধন্যবাদ জানান।

 

আপনার মতামত দিন