খন্দকার আবু আশফাকের মনোনয়ন অবৈধ

1080

 

ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেছে ঢাকা জেলা রিটার্নিং অফিসার। আজ সকালে মনোনয়ন পত্র বাছাইয়ের সময় খন্দকার আবু আশফাকের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করে ঢাকা জেলা রিটার্নিং অফিসার। এই সময় খন্দকার আবু আশফাকের প্রতিনিধি হিসাবে মনোনয়নপত্র বাছাই প্রকৃয়ায় অংশ নেন ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন রানা। তিনি নিউজ৩৯কে মনোনয়ন পত্র অবৈধ ঘোষনাকে কেন্দ্র করে বলেন, যথাসময়ে উপযুক্ত কর্তৃপক্ষের (সিনিয়র সচিব, স্থানীয় সরকার) কাছে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। সুতরাং, নমিনেশন বাতিলের কোন সুযোগ নেই। আইনানুগ প্রক্রিয়া চলছে। সারা দেশে বি এন পি মনোনিত উপজেলা চেয়ারম্যানদের পদত্যাগ গৃহিত না করে হয়রানি করার উদ্দ্যেশে ঢাকা-১ (দোহার-নবাব গঞ্জ) আসনের বি এন পি প্রার্থী খন্দকার আবু আশফাক এর প্রার্থীতা বাতিলের ঘোষনা দেয়া হয়েছে। উচ্চ আদালতের মাধ্যমে সমস্যা সমাধান করে ভোটের মাঠে এর সমচিত জবাব দেব।

তিনি আরো বলেন, এটা বড় কোন কিছু না। আমরা অচিরেই উচ্চ আদালতে আপিল করবো। অচিরেই উচ্চ আদালতের রায় আমরা নির্বাচনে কমিশনে প্রেরন করবো। সাময়িক কিছু অসুবিধা তৈরি হলেও এতে হতাশ হওয়ার কিছু নেই। ঢাকা জেলা রিটার্নিং অফিসার যে বিষয়টি নিয়ে খন্দকার আবু আশফাকের মনোনয়ন পত্র বৈধ নয় মর্মে সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক নয়, অতি দ্রুত উচ্চ আদালতে ব্যাখা নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন