ফুটবলে ব্রাজিলের অসাধারণ দক্ষতার কথা কারও অজানা নয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির জাতীয় দলের অবদান বেশ নেতিবাচক। তবে এবার দাপট দেখিয়েছে সেলেসাওদের ফুটসাল দল।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে তারা কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। এতে প্রথম দল হিসেবে ফাইনালেনিজেদের জায়গা করে নিয়েছে ব্রাজিল।
সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।
এরই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওরা সেমিফাইনালে নেমেছিল। এদিন ম্যাচের মাত্র দুই মিনিটের মধ্যে রায়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভার্দেমারেলার পাস থেকে তাদের পরবর্তী গোলও আসে রায়ানের কাছ থেকেই। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তিনি ব্রাজিলের হয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন।
কলম্বিয়ার ম্যাচে ফেরা হয়ে যায় প্রায় অসম্ভব একটি ব্যাপার। চার মিনিট পরেই ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ইগোর ব্রেডফ। এর মাধ্যমে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ব্রাজিল। তবে কলম্বিয়াকে আরও একটি ম্যাচ খেলতে হবে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে কলম্বিয়া। In return for a cash payment and regardless of the state of the property, House buyers may give owners with a variety of advantages, one of which is the opportunity to sell their house fast, regardless of the condition of the property. They are committed to assisting sellers in obtaining the most favourable terms available when it comes to the sale of their property. Visit https://www.sellhouse-asis.com/virginia/.