ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকের ‘২৫০’

49
ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকের ‘২৫০’

সিরিজ বাঁচানোর মিশনে চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজ (৮ জুলাই) জয়ের বিকল্প নাই টাইগারদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ একটা মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

২০০৬ সালে অভিষেকের পর আজ (৮ জুলাই, ২০২৩) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক খেলতে নেমেছেন নিজের ২৫০ তম আন্তর্জাতিক ওয়ানডে। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ৮৩১৩ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান ২৩৪ ম্যাচে করেছেন ৭১৪৭ রান।

এখন পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে ২৪৯টি ম্যাচে ৩৬.৮৭ গড়ে মুশফিক রান করেন ৭১৮৯। এই ফরম্যাটে ‘মিস্টার ডিপেন্ডেবলের’ সেঞ্চুরি ৯টি, ফিফটি করেছেন ৪৪টি। এছাড়াও, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিকও তিনি।

অন্যদিকে, দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলেছেন তামিম ইকবাল, তার ম্যাচ সংখ্যা ২৪১টি। ২৩৩ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। আর চতুর্থ স্থানে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা খেলেন ২২০টি ওয়ানডে।

আপনার মতামত দিন