৭ ডিসেম্বর
৪৩ খৃস্টপূর্বাব্দ: রোমান পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক, সংসদ সদস্য মার্কাস সিসেরো নিহত হন।
সিসেরো
৯০৩: পার্সিয়ান জোতির্বিদ আব্দ আল রহমান আল সুফি জন্মগ্রহণ করেন।
১৯১৭: প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রো-হাঙ্গেরী সাম্রাজ্যের বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট যুদ্ধ ঘোষণা করে।
১৯৩৬: অস্ট্রেলিয়ান কৃকেটার জ্যাক ফিঙ্গেলটন প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা দুই টেস্ট ইনিংসে সেঞ্চুরী করেন।
১৯৪১: দ্বীতিয় বিশ্বযুদ্ধে এই দিনে জাপান আমেরিকান নৌঘাটি পার্ল হারবারে বিমান আক্রমন করে। এর ফলে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৭১: পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নুরুল আমিনকে প্রধানমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টোকে উপ-প্রধানমন্ত্রী করে একটি কোয়ালিশন সরকার গঠন করেন।
আজ:
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস
ইরানে ছাত্র দিবস
আপনার মতামত দিন
