আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

6
আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘‘আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী।’’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ‘‘তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। তারা সৃজনশীলতার সঙ্গে নতুন সভ্যতা গড়তে প্রস্তুত, যা পৃথিবীর সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবে।’’

তিনি তরুণদের জন্য একটি স্বপ্নদ্রষ্টা দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং বলেন, ‘‘তারা একটি সভ্যতা গড়তে চায় যেখানে পৃথিবীর অস্তিত্ব কোনোভাবেই বিঘ্নিত হবে না এবং সব প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে।’’

ড. ইউনূস বরেণ্য ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যারা এবারের একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি জাতির প্রতি তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের সুযোগের কথা স্মরণ করেন এবং সেইসাথে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অন্য খবর  ‘কোটা সংস্কার না করে ঘরে ফিরব না’

এদিন, তিনি তরুণদের স্বপ্নের বাস্তবায়ন এবং জাতির ভবিষ্যৎ রচনায় তাদের অবদান আশা করেন।

আপনার মতামত দিন