আজ দোহারে কোভিড ভ্যাক্সিনের আওতায় আনা হবে ৫০৮৯০ জনকে

72
আজ দোহারে কোভিড ভ্যাক্সিনের আওতায় আনা হবে ৫০৮৯০ জনকে

২৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ‘এক দিনে এক কোটি’ কোভিড ভ্যাক্সিন দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষে দোহার উপজেলায় ভ্যাক্সিন দেয়া হবে ৫০৮৯০ জনকে। দোহার উপজেলাইয় এই ভ্যাক্সিন দেয়ার কথা নিশ্চিত করেছে দোহার উপজেলা প্রশাসন।

এই গন ভ্যাক্সিন প্রদান কর্মসূচির সফল করার জন্য ২৬ ফেব্রুয়ারি দোহার উপজেলার ভ্যাকসিন গ্রহন ১০০% নিশ্চিত করার জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাঝে ১২ বছরের উর্ধ্বে সকল নাগরিক প্রথম গ্রহণ ১০০% নিশ্চিত করতে বাড়ি বাড়ি তল্লাশি করা হবে। আর এটি প্রত্যেক কর্মী বাড়ি বাড়ি তল্লাশি করে প্রথম ডোজ প্রদান করার ব্যবস্থা করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য মতে এখনো দোহারে ৫০৮৯০ জন (12 বছর ঊর্ধ্ব সকল নাগরিক) প্রথম ডোজ টিকা গ্রহণ করেননি। তাই সকল নাগরিককে টিকার আওতায় আনতে হবে। ১২-১৭ সকল কিশোর কিশোরী কে জন্ম নিবন্ধন অথবা মোবাইল নাম্বার দিয়ে ফাইজার ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি ইউনিয়নে সাড়ে পাঁচ হাজার লোক (১২ বছর ঊর্ধ্ব সকল নাগরিক) ভ্যাকসিন প্রথম ডোজ প্রদান করা হবে। আগামী ২৫ শে ফেব্রুয়ারি সকল ইউনিয়ন পরিষদে সকাল ৮-১২টা পর্যন্ত সিনোভ্যাক ভ্যাকসিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮-১২ টা পর্যন্ত ফাইজার ও সিনোভ্যাক ভেকসিন ১ম ডোজ প্রদান করা হবে। ২৬ ফেব্রুয়ারি মধ্যে দোহার উপজেলায় বারো বছর ঊর্ধ্বে ৫০৮৯০ জন নাগরিককে প্রথম ডোজ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টিকা প্রদান করার জন্য অ্যাম্বুলেন্সের এসি ব্যবহার করে ফাইজার ভ্যাকসিন প্রদান করা হবে। টিকা প্রদান কালীন সময়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে নিয়োজিত থাকবে বিধায় এ সময়ে সাধারণ রোগী পরিবহন করা সম্ভব হবে না।

আপনার মতামত দিন