হেফাজতে ইসলাম ঢাকা জেলা দক্ষিণ কমিটি গঠিত

14

দোহার (ঢাকা) প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ ( কেরানীগঞ্জ মডেল উপজেলা, কেরানীগঞ্জ দক্ষিণ, নবাবগঞ্জ ও দোহার উপজেলা) কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে এক প্রতিনিধি সম্মেলন
অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দোহার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আবদুল হামিদ ( মধুপুর পীর সাহেব)

এ সময় তিনি নতুন কমিটির উদ্দেশ্য বলেন, আমি মনে করি জোর মিল মোহাব্বতের মাধ্যমে হেফাজতে ইসলাম এগিয়ে যাবে আমাদের এই নেতৃত্বের মাধ্যমে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি যারা এসেছেন তারা হলেন, সভাপতি পদে আবু সাইদ (কেরানিগঞ্জ),সাধারণ সম্পাদক পদে মাওলানা আব্দুস সালাম (দোহার),সহ সাধারণ সম্পাদক পদে মুফতি ফিরোজ খাঁন (দোহার),সাংগঠনিক সম্পাদক পদে মুফতি কামাল উদ্দিন কাসেমী(দোহার), সহ-কারী কোষাধ্যক্ষ পদে মুফতি মুহাম্মদ ইমরান হুসাইন(দোহার) প্রচার সম্পাদক পদে মুফতি আল আমিন(বান্দুরা), সহকারী প্রচার সম্পাদক পদে মাওলানা ওমর ফারুক।

আপনার মতামত দিন