সিরাজদিখানে পিতলের শিবমূর্তি উদ্ধার

509

মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি পুকুরে পিতলের শিবমূর্তি পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের চিকনাসার গ্রামের একটি পুকুর থেকে ১৩৪ গ্রাম ওজনের এ মূর্তিটি পাওয়া যায় ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিকনাসার গ্রামের অনিল মন্ডলের মেয়ে মিথীলা মন্ডল (৮) ও সঞ্জিদ দাসের মেয়ে সঞ্চিতা দাস (৯) পুকুরে গোসল করার সময় মূর্তিটি পায়। এলাকাবাসী বয়রাগাদী ইউপি পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন গাজীর কাছে জমা দিলে চেয়ারম্যান ওই মূর্তিটি থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান মূর্তিটি মুন্সীগঞ্জ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেবেন বলে জানিয়েছেন।

 

আপনার মতামত দিন