সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সুনামগঞ্জে বুয়েটের ২৪ শিক্ষার্থী গ্রেফতার

সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর থেকে ২৪ বুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা নৌকায় করে ধর্মীয় বিশৃঙ্খলা ও সরকার বিরোধী কার্যকলাপের বৈঠক করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ। এরপর দুপুরে তাদের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

এদিকে স্বজনদের দাবি, কোনো বৈঠক নয় বরং সেখানে ঘুরতে গিয়েছিল তারা।

 

আপনার মতামত দিন
error: Content is protected !!