দোহারে ভুমি অফিসসহ তিন সরকারী অফিসে চুরি

421

দোহারে ৩ সরকারি ভুমি অফিসে চুরি হয়েছে। তবে কি চুরি হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ভূমি, সাব-রেজিস্টার ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়গুলোর কর্মকর্তারা। ধারনা করা হচ্ছে ভুমি অফিসের প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে এ ঘটনায় ঐ অফিসের ৮ নৈশপ্রহরীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এখনও অফিসের ভিতরে ঢুকা হয়নি। তবে ঢাকার সিআইডি টিমকে তলব করা হয়েছে। তারা আসলে অফিসে ঢুকে খোঁজ করে জানা যাবে কি কি চুরি হয়েছে।

 তদন্ত কারি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করছেন। 

 ঢাকা থেকে ইতিমধ্যে সিআইডির ঢাকা দক্ষিনের প্রধান ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যান্য কর্মকর্তারা হল কেরানীগঞ্জ সার্কেলের এএসপি জাহাঙ্গীর আলম, ঢাকা পুলিশ হেড কোয়ার্টারস থেকে জাকির হোসেন ও মিজানুর রহমান র্যাব ১১ এর প্রধান সবুর খান। এ ব্যাপারে দোহার থানায় মাসুদুর রহমান(উপজেলা সাব-রেজিস্টার অফিস)  বাদী হয়ে দোহার থানায় মামলা করেছেন। ডায়েরি নং ৯৮।  

আপনার মতামত দিন