সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কুঠুরিতে সালমা ইসলাম

398
সালমা

দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ ভাবে সকল সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম। শুক্রবার বিকাল ৫টায় নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠুরি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সালমা ইসলাম বলেন, একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের সাধারণ মানুষ। যেখানে পুলিশের নিরাপত্তা নেই, সেখানে আমাদের সাধারণ জনগণের কি অবস্থা হবে। তাই একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অনেক জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতার সুফল পেতে আমাদের আরও এগিয়ে যেতে হবে।

সালমা ইসলাম আরও বলেন, নবাবগঞ্জের অবহেলিত এ অঞ্চলের মানুষের যে কোনো উন্নয়নমূলক কাজের সঙ্গে আছি এবং থাকব। কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু ক্ষতি করতে চাইলে আমাকে জানাবেন।

জাতীয় পার্টির নেতা আবদুল মালেক মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, আসাদুজ্জামান চৌধুরী রানা প্রমুখ।

আপনার মতামত দিন