শ্রীনগরে প্রাচীন নিদর্শন রাধাকান্ত ভবন ভেঙে ফেলা হচ্ছে

1000

শ্রীনগরে প্রাচীন নিদর্শন ১৩০ কক্ষবিশিষ্ট রাধাকান্ত সাহার বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সোনারগাঁয়ের পানাম নগরের আদলে গড়া ঐতিহ্যবাহী এই বাড়িটি চারদিন ধরে ভাঙছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রাচীন এই বাড়িটি ভেঙে উপজেলা পরিষদের নতুন ভবন তৈরি করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ নিয়ে শ্রীনগরের সর্বস্তরের জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ভেতরে ভেতরে ফুঁসে উঠলেও বিষয়টি প্রশাসন সংশ্লিষ্ট হওয়ায় কেউ মুখ খুলছে না। অনুসন্ধানে জানা যায়, প্রায় দেড় শত বছর পূর্বে শ্রীনগরের ধনাঢ্য ব্যবসায়ী রাধাকান্ত সাহার পূর্ব পুরুষ পানাম নগরের আদলে বর্তমান উপজেলা পরিষদের পেছনে ১৩০ কক্ষবিশিষ্ট দ্বিতল এ বাড়িটি নির্মাণ করেন। দেশভাগের পর রাধাকান্ত সাহা তার এই আলিশান ভবন ছেড়ে ভারত চলে গেলে তা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। শ্রীনগরকে উপজেলা হিসাবে ঘোষণার পর থেকে ভবনটির নিচতলা উপজেলা পরিষদের অফিস ও আদালত হিসেবে ব্যবহার করা হতো।
 

আপনার মতামত দিন