শ্রীনগরে এসিল্যান্ডের বাধা উপেক্ষা করে সরকারি জায়গা ভরাট করা হয়েছে। দ্বিতীয় দফায় ভরাট করতে নিষেধ করায় তথ্যদাতা সন্দেহে শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতিকে হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলা ভূমি অফিস থেকে প্রায় ২শ’ গজ দক্ষিণে শ্রীনগর প্রধান খালের পাশে কামাল হোসেন গত ১০ই সেপ্টেম্বর রাতে তার রড সিমেন্টের দোকানঘরের পেছনে সরকারি জায়গায় মাটি ভরাট করতে থাকে।
ঘটনাটি শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার চোখে পড়লে তিনি পুলিশ নিয়ে কাজটি বন্ধ করে দেন। এ সময় নিগার সুলতানা ২৪ ঘণ্টার মধ্যে ভরাট অংশের মাটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের ডেকে সরকারি জায়গা দখল প্রতিরোধ সম্পর্কে তথ্য প্রদান করেন। কিন্তু কামাল হোসেন এসিল্যান্ডের নির্দেশ অমান্য করে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আবার মাটি ভরাট শুরু করেন। এ সময় শ্রীনগর ভূমি অফিসের লোকজন পুনরায় কামাল হোসেনকে মাটি ভরাট করতে নিষেধ করেন। কামাল হোসেন ধারণা করেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম এসিল্যান্ড নিগার সুলতানাকে তথ্য প্রদান করে তার মাটি ভরাট বন্ধ করেছেন। রাত সাড়ে ৮টার দিকে কামাল হোসেন প্রায় ২০-২৫ জন লোক নিয়ে নজরুল ইসলামের আরধীপাড়ার বাড়িতে উপস্থিত হয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে অকথ্য গালিগালাজ করেন এবং সাংবাদিক নজরুল ইসলামকে মেরে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন।
এ ঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) হেলালউদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।