যে গ্রামে নেই শিক্ষার আলো

461

 

সারাদেশে শিক্ষার আলোতে উজ্জল হলেও ঢাকার দোহারের মানচিত্রে রয়ে গেছে একটি গ্রাম যে গ্রামে এখনও পৌঁছেনি শিক্ষার আলো। কোন এনজিও পৌঁছেনি এখনও সেই গ্রামে। ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পদ্মা নদীর উপাড়ে মাঝের চর এমনই একটা গ্রাম।

বিশাল এই গ্রামটিতে কয়েকশত পরিবারের বসবাস। স্থানীয় বাসিন্দা মফিজদ্দিন হাওলাদার ( ৬০) জানায়, আমরা পদ্মার মাঝ খানের বাসিন্দা এক পাশে ঢাকার দোহার অন্য পাশে ফরিদপুর। বর্ষায় চারিদিকে অথৈ জলে নৌকার মধ্যে সকলকে নিয়ে থাকি আর বর্ষা শেষে আমদের ঘরবাড়ি জেগে উঠে।

তাসলিমা আক্তার (৩০) জানায়, কে মেম্বার, কে চেয়ারম্যান, এমপি ও মন্ত্রী জানিনা তবে আমরা যেখান বাস করি এটা দোহারে পরেছে।

আকমল কারাইল (৫০) জানায়, আমাদের গ্রামে কোন শিক্ষিত ছেলে বা মেয়ে নাই কোন সরকারি স্কুল ও নেই। কারও ছেলে হলে বাবার সাথে মাছ ধরার কাজে সাহায্য করে আর মেয়ে হলে তার মায়ের সাথে সংসারের কাজে সাহায্য করে। অনেক লোকই ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে এখানে আসে আমাদের দেখতে আবার তারা ট্রলার নিয়ে চলে যায়। কেউ কখনও বলেনি আমরা একটা স্কুল গড়ে দেই বা আমি আপনাদের ছেলে মেয়েদের ফ্রি ভাবে পড়াতে চাই। কেউ কি আছে আমাদের সন্তানদের শিক্ষার আলো দেখাবে।

আপনার মতামত দিন