ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়বুর রহমান খান ইন্তেকাল করেছেন। সদা হাস্যজ্বল তৈয়বুর রহমান খান(মানিক) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাধ্যক্যজনীত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে। তার নামাজে জানাজা শুক্রবার সকাল ১০ ঘটিকায় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পরিবারের একজন নিউজ৩৯কে জানিয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন এই নেতা দীর্ঘ একটা সময় মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তার এক ভাই আইজিআর খান মোহাম্মদ আব্দুল মান্নান ও আরেক ভাই মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ হান্নান খান।
আপনার মতামত দিন