মা ইলিশ শিকার করায় ০৮ জনকে ১ বছরের কারাদন্ড

193

আজ রাত ১২টা থেকে সকাল ০৭টা পর্যন্ত দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ০৮ জনকে নদীতে ইলিশ শিকার করা অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ধৃত মা ইলিশ জব্দ করা হয়। কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য দপ্তর, দোহার থানা পুলিশ এবং দোহার নৌপুলিশ।

আপনার মতামত দিন