দোহার পৌর-নির্বাচন ২০২২-এ সংরক্ষিত মহিলা আসনের ফলাফল

865
দোহার পৌরসভা নির্বাচন ২০২২

দোহার পৌরসভার ১, ২, ৩ ওয়ার্ড নিয়ে নারীদের জন্য সংরক্ষিত ১ নাম্বার আসন গঠিত। অনুরুপ ভাবে ৪, ৫ ও ৬ নাম্বার ওয়ার্ড নিয়ে ২ নাম্বার আসন গঠিত। ৭, ৮ ও ৯ নাম্বার ওয়ার্ড নিয়ে ৩ নাম্বার আসন গঠিত। ২৭ জুলাই দোহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনটি সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সংরক্ষিত মহিলা আসনের বিস্তারিত ফলাফল:

১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রদত্ত ভোটের হার: ৬০.১%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৯৫৫৭
বাতিলকৃত ভোটের সংখ্যা: ২৫

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
ইসরাত জাহান বনানী  চশমা ৫৪১৬
সানজিদা আক্তার (খালেদা) জবাফুল ২৪০৩
হামিদা বানু আনারস ১৭৩৮

৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রদত্ত ভোটের হার: ৫৯.৫%
মোট বৈধ ভোটের সংখ্যা: ৮০৬৬
বাতিলকৃত ভোটের সংখ্যা: ৪৭

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
স্মৃতি আক্তার  জবাফুল ৪৪৮৭
নারগিস আক্তার চামচ ১৮৫৯
ফাতেমা আক্তার আনারস ১৭২০

৭, ৮, ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সেলর পদের ভোটের ফল

৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তবে আমরা শীর্ষ ২জন প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা পেয়েছি।

অন্য খবর  দোহারে দিনে দুপুরে যুবক কে গুলি করে হত্যা

প্রদত্ত ভোটের হার: ৫৮.৫১%

প্রার্থী মার্কা প্রাপ্ত ভোট
ফরিদা ইয়াসমিন  আনারস ২৩১৮
লতা বেগম বল পেন ১৪৪৬

বাকি প্রার্থীরা হলেন: হালিমা আক্তার (রুমা) – অটোরিকশা, সুলতানা পারভীন – জবাফুল, হাসিনা আক্তার – টেলিফোন, সাইফুন নাহার- চশমা

আপনার মতামত দিন