ভারতে চা পাচারের সময় গ্রেফতার যুবক

14
ভারতে চা পাচারের সময় গ্রেফতার যুবক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পিকআপে করে ভারতে চা পাচারের অভিযোগে আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সোমবার (৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে একই দিন ভোরে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পিকআপে থাকা ৪০ বস্তা চা জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, ভারতে চা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ দিন ভোর রাতে চা ভর্তি পিকআপসহ মাজেদকে ভজনপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যায়। জব্দকৃত ৪০ বস্তা চায়ের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আর প্রতি বস্তা ৪৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।

এ নিয়ে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অন্য খবর  নতুন ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

আপনার মতামত দিন