বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান

618

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন দোহারের মাটি ও মানুষের নেতা, তৃণমূল থেকে সাফল্যের শিখরে আসীন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান পদে মাহবুবর রহমানকে দলীয় মনোনয়ন দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। জানা যায় ঢাকা সিটির মধ্যে ও সিটির বাহিরে দুই জন ফরমজমা দেন। পরে শেখ হাসিনার নির্দশনায় সেই দুই ব্যক্তি আজ রবিবার ফরম তুলে নেন। এ জন্য কোন প্রার্থী না থাকায় মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মতো ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন।

মাহবুবুর রহমানের এই বিজয়কে তার সমর্থকেরা সততার এবং আনুগত্যের পুরস্কার এবং ক্ষমতার ভারসাম্য হিসাবে দেখছেন বলে জানা যায়।

আপনার মতামত দিন