বাংলাদেশি মনসুর আলী সিটি অব লন্ডনের কাউন্সিলর

502

বাংলাদেশি প্রবাসি মনসুর আলি প্রথম বাংলাদেশি হিসেবে সিটি অব লন্ডন নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। গত ২৩ মার্চ অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি লেবার দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। আর এতে বিজয়ী হয়ে লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গী হলেন মনসুর আলী।

এই জয়কে লেবার পার্টিও ঐতিহাসিক হিসেবে দেখছে। কেননা প্রথমবারের মত কোন ব্রিটিশ বাংলাদেশি লেবার পার্টির প্রার্থী লন্ডনের নির্বাচনে জয় পেল। এছাড়া নির্বাচনে লেবার পার্টি জয় পেয়েছে পাঁচটি আসন থেকে।

সিটি অব লন্ডনে বড় হওয়া মনসুর আলী একজন সফল চলচ্চিত্র পরিচালক। বর্তমানে ‘লেমলাইট ফিল্ম অ্যাওয়ার্ড’ প্রতিষ্ঠানের সিইও তিনি। এ ছাড়াও লেখালেখি ও প্রযোজনার কাজ করেন তিনি।

 

আপনার মতামত দিন