বন্যার্তদের মাঝে লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের ত্রাণ বিতরণ

320

লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের উদ্যোগে বন্যার্ত এক হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। গত
৮ সেপ্টেম্বর শুক্রবার দূপুরে ঢাকার দোহারের চর বিলাসপুর, নারিশা জোয়ার, কৃষ্টদেবপুর ও ফরিদপুরের চর নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুরে এক হাজার পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি মশুরের ডাল, ১কেজি তেল, ২কেজি আলু, ১কেজি টোষ্ট বিস্কুট, ১কেজি লবন ওরস্যালাইন, মোমবাতি, ম্যাচ ও নগদ টাকা বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের চার্টার্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫এ-১ এর গভর্ণর লায়ন রবিউল হক, সেক্রেটারি ফরিদুল হক, ট্রেজারার আজিজুল হাসান হীরা, ইউসুফ আলী খান, নজরুল ইসলাম সিকদার, আশ্রাফউদ্দিন বকসি, আরিফউদ্দিন মিয়া, কামাল হোসেন, ইঞ্জিনিয়ার শাহআলম, রেফাতউল্লাহ, আনিছুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন