মার্চ 20, 2025
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, বাসে আগুন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা যাওয়ার পর বাসটিতে আগুন দেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে সদর উপজেলার গোকুল এলাকায়ছবি: প্রথম আলো

বগুড়া সদর উপজেলায় দূরপাল্লার একটি বাসের চাপায় বাদশাহ মিয়া (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশাহ মিয়া গোকুল উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর বাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। চালককে আটকের পর পুলিশে দেওয়া হয়। পরে বিক্ষুব্ধ জনতা যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আগুনে কেউ হতাহত হননি। আটক চালক হাইওয়ে গোবিন্দগঞ্জ থানা হেফাজতে আছেন।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!