প্রকাশিত সংবাদের প্রতিবাদ পত্তনদার মো: রাকিবের

1213

গত ২৮ জুলাই ২০১৮ তারিখে নিউজ৩৯ এ প্রকাশিত “নবাবগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ” সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো রাকিব। তিনি বলেন তার বিরুদ্ধে ইছমতী নদীর বাহ্রা ও কোমড়গঞ্জের মাঝিরা চাঁদা আদায়ের যে অভিযোগ করেছে তা পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বৈধ ভাবে জেলা প্রশাসন থেকে এই ঘাটের ইজারা নিয়েছেন। এই ইজারা  আদায় নিয়ে মাঝিরা যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বৈধভাবেই এই ঘাটের ইজারা আদায়ের জন্য জেলা প্রশাসন থেকে নিযুক্ত।

তিনি আরো বলেন, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন। আমাকে সমাজে হেও করার জন্য এই কাজটি করা হয়েছে। সংবাদটি সামাজিক,রাজনৈতিক ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি। তিনি আরও জানান, আমার কাছে ইজারার সকল প্রকার বৈধ কাগজ পত্র আছে।

সংবাদের প্রতিবেদক জানান, সংবাদটি মুলত নবাবগঞ্জ উপজেলার সামনে উপস্থিত ঘাটের মাঝিদের বক্তব্য। সংবাদটি কোনো ব্যক্তি উদ্দেশ্য বা কাল্পনিক ঘটনা অনুসারে করা না। উপস্থিত মাঝিদের বক্তব্যই সংবাদে উঠে এসেছে।

আপনার মতামত দিন