নিম্নচাপের শঙ্কা, শৈত্যপ্রবাহের আভাস

55

বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে বলে জানা যায়,যা সর্বোচ্চ নিম্নচাপে রূপ নিতে পারে। এ লঘুচাপটি তৈরি হলে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে আবহাওয়াবিদ মো.ওমর ফারুক জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের দুই থেকে তিনটি স্টেশনে শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

তিনি আরো বলেন, আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তবে বাংলাদেশের প্রভাব আসার সম্ভাবনা নেই। এছাড়া ডিসেম্বরের দিকে আমাদের এখানে পশ্চিমা বাতাসের জোর থাকার কারণে বেশিরভাগ লঘুচাপ বা নিম্নচাপ আসতে পারে না। তবে আমরা আশা করছি, এটি লঘুচাপ থেকেই বিদায় নেবে।অম

‘বাংলাদেশ পারে, এটাই আজ প্রমাণিত সত্য, ওমর ফারুক বলেন, আগামী ২০ ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য হারে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। মাঝখানে সামান্য তাপমাত্রা কমলেও তা আবার বাড়বে। তবে আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিনটি স্টেশনে শৈত্যপ্রবাহ আসতে পারে।

আপনার মতামত দিন