তৌহিদ, নিউজ৩৯ঃ ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় ফ্রি হেলথ্ ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন অব মালিকান্দা স্কুল( স্যামস্ ৯২ ) এর সার্বিক তত্বাবধানে নারিশার দক্ষিণ শিমুলিয়ার তালপট্রি এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আসন্ন নারিশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন। তার নির্বাচনী প্রচারণা উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় নারিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে ডাক্তারের ভিজিট ও ঔষুধ প্রদান করা হয় ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সহ অত্র অঞ্চলের নেত্রীবৃন্দ ও স্যামস্ ৯২ এর সকল সদস্য বৃন্দ।
