নবাবগঞ্জ ও দোহারে শোকের মাতম, দুবাইয়ে নিহত রেমিট্যান্স যোদ্ধার দাফন

66

দুবাই আজমান শহরে গাড়ি বিস্ফোরণে নিহত ৫ রেমিট্যান্স যোদ্ধার লাশ নবাবগঞ্জ উপজেলার একই গ্রাম বালেঙ্গা ৪ জনের লাশ দোহার বাজারে ১ জনের লাশ পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে তিনটায় নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামে লাশের অপেক্ষায় শত শত মানুষের ভিড়। ৪ জনের লাশবাহী ৪টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স দেখামাত্র মানুষের চোখে মুখে কান্নার প্রতিধ্বনিতে এই এলাকার পরিবেশ কালো মেঘে ঢেকে যায়।

৭ জুলাই দুবাই আজমান শহরে গাড়ি বিস্ফোরিত হওয়ার ঘটনায় নিহতরা হলেন, নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আবদুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) ও দোহার বাজার এলাকার মো. মঞ্জুরের ছেলে মো. হীরা মিয়া (২২)। পাঁচজনই একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

আপনার মতামত দিন