নবাবগঞ্জে ১৫ হাজার অসহায় মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ

259

নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪ হাজার ৯৭৯ জনের মাঝে মাথা পিছু ১৫ কেজি হিসেবে ২ লাখ ২৪ হাজার ৬৮৫ কেজি ভিজিএফ-এর চাল বিতরণ করেন। উপজেলার ১৪টি ইউনিয়ন শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, নয়নশ্রী, বান্দুরা, যন্ত্রাইল, শোল্লা, কলাকোপা, বক্সনগর, বাহ্রা, গালিমপুর, আগলা, চুড়াইন ও কৈলাইল ইউনিয়নে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাল বিতরণ করা হয়। গতকাল যন্ত্রাইল ইউনিয়নে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর প্রত্যক্ষ তত্বাবধায়নে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় কার্ডধারীদের উপস্থিতে চাল বিতরণ করা হয়।

আপনার মতামত দিন