নবাবগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা গ্রেপ্তার

141

নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে উদ্বুদ্ধ করার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল হক মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে উপজেলা সদর নবাবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিতু উপজেলা সদর কাশিমপুর এলাকার মৃত নিলু মিয়ার ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশিকুর রহমান জানান, দুপুর ১২টার দিকে উপজেলা সদর কাশিমপুর এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরো জানান, ঢাকায় সম্প্রতি সড়ক দুর্ঘটায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিয়ে নবাবগঞ্জের বিএনপি নেতারা নবাবগঞ্জ সদরে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে আন্দোলন নামানোর চেষ্টা করে।

এ ঘটনায় গত ১২ই আগস্ট মিতুসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার পর থেকেই মিতু পলাতক ছিলেন বলেও জানান, পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত দিন