নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

280
দোহারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজমুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ নিহত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া।

নিহত নাজমুল উপজেলার সমসাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কবরস্থান সংলগ্ন চা বাড়ি রেস্টুরেন্টের সামনে দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে মাঝিরকান্দার দিকে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান।

তবে সেখানে নেওয়ার পথে আনুমানিক রাত ১২টার দিকে বাবুবাজার ব্রিজে তার মৃত্যু হয়। পরে স্বজনরা আবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় কুমার কীর্তনিয়া বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার এখনো মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন