নবাবগঞ্জে যৌথ অভিযানে আটক ২

192

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারশত লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিলাম্বভরপট্টি গ্রামের মৃত মুসলিম খানের ছেলে মো. জালাল খান (৩৮) ও রূপারচর এলাকার সাগর বেপারীর স্ত্রী পিয়ারা বেগম (২৬)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুনর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রূপারচর গ্রামে অভিযান চালিয়ে ৪ শত লিটার দেশীয় চোলাই মদ, ১০ কেজি গাঁজা ও মদ তৈরীর সরঞ্জামাদী সহ ২ জনকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন