নবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবস পালিত

697

‘সন্ত্রাস জঙ্গীবাদের ঠাই নাই- বিশ্বের শান্তি চাই’ এই শ্লোগানে ঢাকার নবাবগঞ্জে বিশ্বশান্তি দিবস বা ওয়ার্ল্ড পিচ ডে পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্কাউটস এর আয়োজন করে। বুধবার বেলা সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের কমিশনার মো. রইস উদ্দিন মিলন। অতিথি ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি অধ্যক্ষ মো. সাইদুর রহমান, মো.আনসার উদ্দিন, সম্পাদক মো. ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সহকারী কমিশনার মুকুন্দ কুমার সরকার, মো. আরিফুর রহমান, শারমিন আহম্মেদ সম্পা প্রমুখ।

আপনার মতামত দিন