Warning: exif_imagetype(https://news39.net/wp-content/uploads/2017/03/17103312_1283111028438746_2965459123241102777_n-300x192.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3332

Warning: file_get_contents(https://news39.net/wp-content/uploads/2017/03/17103312_1283111028438746_2965459123241102777_n-300x192.jpg): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 403 Forbidden in /home/newsdxxn/public_html/wp-includes/functions.php on line 3352

নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী মানববন্ধন

“সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে নবাবগঞ্জ উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারো শিক্ষার্থীদের ১৬ কিমি রাস্তা জুড়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সততা সংঘের দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ্চ সকাল ১০টা থেকে উপজেলার বান্দুরা স্ট্যান্ড থেকে টিকরপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৬ কি.মি. রাস্তায় আধা ঘণ্টাব্যাপী তারা এ মানববন্ধন করে। এর আগে সকাল ১০টা থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়ায়।

এ সময় তারা জাতীয় সংগীত পরিবেশন করে। পরে শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। মানববন্ধনে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, দুদকের উপ-সহকারী পরিচালক মো. নূরে আলম, সদস্য শওকত হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানবেন্দ্র দত্ত, সহ-সভাপতি সৈয়দ আব্দুস সামাদ আলমগীর, মাধুরী বণিক, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রমুখ।

 

আপনার মতামত দিন
error: Content is protected !!