নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

27
নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ঢাকার নবাবগঞ্জে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। নবাবগঞ্জ উপজেলা সদরে বেসরকারি ক্লিনিক ‘নিউ লাইফ মেডিকেল সার্ভিস সেন্টার’-এ শুক্রবার এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা ইমরান হোসেন অভিযোগ করে বলেন, ডা. শামীমা নাসরিনের অবহেলায় আমার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘আমার স্ত্রী শারমিন গর্ভবতী থাকায় গত সোমবার ওই ক্লিনিকে ডা. শামীমা নাসরিনকে দেখাই। তিনি সিজারের পরামর্শ দেন। এরপর শুক্রবার সকালে ক্লিনিকে আসার পর সিজার করা হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক শামীমা নাসরিন বলেন, বাচ্চার অবস্থা বেশি ভালো না। পরে তিনি নিজেই শিশু বিশেষজ্ঞকে নবজাতক দেখান।’

এই ক্লিনিকের শিশু বিশেষষ্ণ ডা. চৌধুরী মোহাম্মাদ ফোয়াদ গালিব বলেন, নবজাতকের যে পরিমাণ  নিঃশ্বাস নেওয়ার কথা তা ছিল না। এরপর ২০ মিনিট পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে টিউব স্থাপন করে চিকিৎসা প্রদান করেও হার্টবিড বাড়ানো সম্ভব হয়নি।

নিউ লাইফ মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল  হোসেনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, নিউ লাইফের পরস্পর দুটি মৃত্যুর ঘটনা আমি শুনেছি। তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ সিজার বন্ধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্য খবর  শীতের সকালে গোসল করে প্রাণ গেল ব্যবসায়ীর

গত সপ্তাহে এই নিউ লাইফ মেডিকেলে কৈলাইলের দড়িকান্দা গ্রামের বাসিন্দা তানিয়া আক্তারকে সিজারের পর তিনি মারা যান।

আপনার মতামত দিন