দোহার – নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর কমিটি ঘোষণা

251

আগামী এক বছরের জন্য দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি, মোঃ নূর আলম আকন ও সাধারণ সম্পাদক নূরে জান্নাত শ্রাবণ।

ছাত্রকল্যাণ এর নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মিথুন হোসেন জয় এবং সৌরভ সরকার সবুজ।

কমিটি ঘোষণায় সময় উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান খান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দোহার – নবাবগঞ্জ এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দোহার – নবাবগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদ। শিক্ষা, ঐক্য, ভ্রাতৃত্ব, এই স্লোগান কে সামনে রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে এই পরিষদ কাজ করে থাকে।

নতুন কমিটিতে যারা স্থান পেলেনঃ- সহ-সভাপতিঃ সৌরভ ঘোষ, সাজ্জতুল সবুজ, ইশা পাল, তন্ময় অনিক গোমেজ, পারভেজ হোসাইন নিরব, মাহিদুল ইসলাম রাফেল।
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মোসাদ্দেক হাবিব মুন্না, সাকুরা ইসলাম, মিষ্টি আক্তার।সাংগঠনিক সম্পাদকঃকাজী মোসাব্বিরুল আলম( নাহিন), আব্দুল আহাদ আকন্দ, ওবাইদুল্লাহ হাসিব, অনুশ্রী রাজবংশী।

দপ্তর সম্পাদকঃ নিয়ল কুমার, উপ-দপ্তর সম্পাদকঃঅনন্দিতা শাহ পৃথা।

প্রচার সম্পাদকঃ মোঃ সাব্বির হোসেন, উপ-প্রচার সম্পাদকঃ ইসরাত জাহান এশা, মোঃ সাহাদাত( সাফিন), শেখ ইমু।

অন্য খবর  উদ্বোধন করা হলো নারিশা ইউনিয়ন পরিষদের কম্পিউটার ল্যাব

অর্থ বিষয়ক সম্পাদকঃ আল নূর খান, উপ – অর্থ বিষয়ক সম্পাদক মোঃ স্বপ্লব খান।আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ সানজিদা ইসলাম তুহিন, উপ – আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ আবিদা ইসলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃসাকিব হাসান। ছাত্রী বিষয়ক সম্পাদিকাঃ কাজী তাজরিন অর্পা, উপ – ছাত্রী বিষয়ক সম্পাদিকাঃ ঐইন্ড্রিলা সরকার, তানজিনা আক্তার। বৃত্তি বিষয়ক সম্পাদকঃসাবিহা আক্তার, উপ – বৃত্তি বিষয়ক সম্পাদক জর্জ যোসেফ রোজেরিও প্লাবন। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃ উম্মে সালমা ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকঃ নিলা আক্তার। ক্রিড়া বিষয়ক সম্পাদকঃ মোঃ শাকিল হোসেন, উপ – ক্রিড়া বিষয়ক সম্পাদকঃ মিলম বেপারি। সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ শক্তি বিশ্বাস, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ তাসমিয়া তাহসিন।
সদস্যঃমনির হোসেন জিহাদ, আফরিন সুলতানা, ইসরাত আহমেদ, সুমাইয়া মেহেরিন, আমেনা আক্তার, জেরিন নেহা,নাজনীন আক্তার আশা, রুনা আক্তার, নিপা আক্তার, রুপা হালদার, তামিম ইকবার কে নিয়ে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন