ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আজ থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে দোহার ও নবাবগঞ্জে গণপরিবহন চলাচলে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ বাসচালক, হেল্পার ও যাত্রীরা মানছেন না স্বাস্থ্যবিধি।

করোনা ভাইরাসের বিস্তার রোধে ও দেশে চলমান লকডাউনের ফলে দোহার-নবাবগঞ্জে দীর্ঘ দিন যাবৎ বন্ধ ছিল গণপরিবহন চলাচল। এতে করে চরম বিপাকে পরে দোহার নবাবগঞ্জের বাস মালিক-শ্রমিকরা। পরিবহণ মালিক-শ্রমিকদের কথা বিবেচনা সারা দেশের মত দোহার নবাবগঞ্জেও গণপরিবহন চলাচল শুরু করার অনুমতি দেয় সরকার।
এক্ষেত্রে বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। গতকাল বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক শেষে ভিডিও বার্তায় এই সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত শনিবার ঢাকা ও সারা দেশে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তৈরি করে।। প্রতিটি বাস-মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চালানোর সিদ্ধান্ত দিয়েছে বিআরটিএ। এর ধারাবাহিকতায় দোহার নবাবগঞ্জেও বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ থেকে দোহার-নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। ৬০% ভাড়া বৃদ্ধির পরেও যদি বাসচালকরা কোনোরকম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে এবং যদি কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায় তাহলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।