দোহার থানা পাহারা দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা

222

ঢাকার দোহার থানা পাহারার দায়িত্ব পালন করছে বিএনপি নেতাকর্মীরা। গতকাল সোমবার তাণ্ডবের পর থানা থেকে আসামি দের ছাড়িয়ে নিয়ে যান যার যার দলের লোক জন। পরে রাতে পুলিশ থানা ছেরে পালিয়ে জান। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করছে তারা।

ঢাকা জেলা যুবদল নেতা শিপন মোল্লা বলেন, ‘থানার ভেতরে ভাংচুর হয়েছে। পুলিশ না থাকায় থানা যেহেতু অরক্ষিত তাই আজ সকাল থেকে আমরা এখানে থানা পাহাড়ার দায়িত্ব পালন করছি।’

বিএনপি কর্মি সুমন মোল্লা বলেন, মোট ২০ জন বিএনপির নেতাকর্মীরা এখানে দায়িত্ব পালন করছি। আজ মঙ্গলবার থানার প্রবেশ পথে আমরা সকাল থেকে বসে পাহাড়া দিচ্ছি।

এলাকাবাসী জানান, গতকাল রাতে বেশ কয়েকজন মানুষ দোহার থানায় মটরসাইকেল নিয়ে এসে আক্রমণ করলে প্রাণ রক্ষার্থে পালিয়ে যায় পুলিশ। এ সময় হামলাকারীরা থানায় ভাংচুর চালায়।

আপনার মতামত দিন