দোহারে ৩ হারবাল ব্যবসায়ীর কারাদণ্ড

2700

ঢাকার দোহারের জয়পাড়া বাজারের ৩ হারবাল ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দোহার উপজেলা ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমী) শামীম আরা নিপার  ভ্রাম্যমাণ আদালত এই দন্ড প্রদান করেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রথমে মেঘুলা বাজারের ইসলামীয়া হারবালের মালিক এম এ হাসান(২৮)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। এরপর জয়পাড়া বাজারের ঢাকা হারবালের পরিচালক আব্দুল কুদ্দুসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। এরপর জয়পাড়া বাজারের আরেক হারবাল প্রতিষ্ঠান চট্টগ্রাম হারবালের আবু হানিফ মিয়াকেও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় শামীম আরা নিপার আদালত।

আপনার মতামত দিন