দোহারে হিজড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্ট্রিট ফুড কার্ট বিতরণ

323
দোহারে হিজড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্ট্রিট ফুড কার্ট বিতরণ

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া রতন চত্বর এলাকায় জীবনমান উন্নয়নের নিমিত্তে কর্মসংস্থান কর্মসূচীর অংশ হিসেবে উত্তরণ ফাউন্ডেশন কর্তৃক হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে বিনামূল্যে স্ট্রিট ফুড কার্ট বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি (শনিবার) বিকেলে এ ফুড কার্ড বিতরণ করা হয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৩য় লিঙ্গের ১ম ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু চেয়ারম্যান ত্রিলোচনপুর ইউনিয়ন,কালীগঞ্জ,জিনাইদহ। উদ্ভোধন অনুষ্ঠানে সমাজ কর্মী ও উত্তোরণ ফাউন্ডেশনের ভলান্টিয়ার ডক্টর এবিএম আসিফ কিবরিয়া বলেন, উত্তোরণ ফাউন্ডেশনের লক্ষ্য বাংলাদেশের কোন ৩য় লিঙ্গের মানুষকে যেনো আর পথে পথে ঘুরে বেড়াতে না হয় এজন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। তারা যেনো পারে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্য পাচজনের মত উঠে দাড়াতে।তিনি আরো জানান দোহারের এই ফুড ভ্যানটি উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও হাবিবুর রহমান, ডিআইজি ঢাকা রেঞ্জ তার অর্থায়নে হচ্ছে। দোহারে আরো কয়েকটি শাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।\

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী- বেদে ও হিজড়া সম্প্রদায়ের মানবেতর জীবনের মানবিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা তৈরি, পুনর্বাসন ও মানুষ হিসেবে তাদের সামাজিক মর্যাদা সমুন্নত করতে- উলেখিত দুই জনগোষ্ঠীর মানুষের কাছে “মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনাব হাবিবুর রহমান, ডিআইজি মহোদয়, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে, উত্তরণ ফাউন্ডেশন এর নিয়মিত সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে পঞ্চম স্ট্রিট ফুড কার্ট বা ফুটপাথে খাবারের দোকান নিম্নোক্ত সময় ও স্থানে বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷

অন্য খবর  পানি নেমে গেছে কিন্তু রেখে গেছে ক্ষত

উল্লেখ্য যে, নিজের মৌলিক পুলিশিং পেশার পাশাপাশি জনাব হাবিবুর রহমান এর প্রদানকৃত সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে- উত্তরণ ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

আপনার মতামত দিন