দোহারে ‘স্বল্প সময়ে পাঠকদের মনে জায়গা করে নিয়েছে আজকের পত্রিকা’

74

ঢাকা দোহার উপজেলায় আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় দোহার প্রেসক্লাবে কেকে কেটে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বাষিক পালন করা হয়। দোহার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল রহমান সানির সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে দোহার উপজেলার প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান বলেন, সর্ব প্রথম ধন্যবাদ জানাই আজকের পত্রিকার সম্পাদক ড.মোঃ গোলাম রহমান এবং দোহার উপজেলায় প্রতিনিধি আজকের পত্রিকার শরীফ হাসানকে। ‘সারা দেশের স্থানীয় দৈনিক’ স্লোগানকে সামনে রেখে একদল উদ্যমী সাংবাদিকের নিরলস প্রচেষ্টায় আজকের পত্রিকা এখন সার্কুলেশন বা প্রচারসংখ্যায় সারা বাংলাদেশে তৃতীয় জাতীয় দৈনিক হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের পত্রিকার এক বছর পূর্তি উপলক্ষ্যে শুভকামনা রইল সকলের প্রতি।

তিনি আরো বলেন, এই পত্রিকা এখন দোহারের মানুষের হৃদয়ে গেঁথে আছে সবাই এখন এই পত্রিকা পড়ে। এই পত্রিকা সংবাদ মানুষের মন কেঁড়ে নিয়েছে।

আলোচনা সভায় অন্যান্যরাও বক্তব্য রেখে আজকের পত্রিকার শুভকামনা করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবে কার্যকারী সদস্য মু,তারেক রাজিব, নওরোজ পত্রিকার দোহার প্রতিনিধি অলী আহাম্মেদ, গণকন্ঠের দোহার প্রতিনিধি কাজী জুবায়ের আহাম্মেদ, সুজন আহাম্মেদ সদস্য দোহার প্রেসক্লাব,আসিফুর রহমান সজল, জুবায়ের আহাম্মেদ, মোঃ পলাশ, আল আমিন, আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান প্রমুখ।

আপনার মতামত দিন