দোহারে সাংবাদিক কাজী জুবায়েরের উপর হামলা

144

ঢাকার দোহার উপজেলার সাবেক দোহার প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও চ্যানেলে এস এর সাংবাদিক কাজী যুবায়ের আহমেদের উপর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে রাইপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কাজী যুবায়ের আহমেদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর দোহার প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তার সম্পাদক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হওয়া নিয়ে ইউপি মেম্বার ঝরনা বেগম ও লিটন মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ সেখানে গেলে রাইপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি আমির শিকদার, তৌহিদসহ বেশ কয়েকজন কাজী জুবায়েরের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। তার সাথে থাকা ২২ হাজার ৫ শ’ টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ব্যাপারে সাংবাদিক কাজী জুবায়ের আহমেদ বলেন, আমি সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের নেত্বতে তৌহিদুল ইসলাম, রমজান খান, লিটন মেম্বারের ভাই কবিরসহ একদল সন্ত্রাসী কিছু বুঝে উঠার আগেই আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি আমার উপর হামলার বিচার চাই।

অন্য খবর  নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

এবিষয়ে দোহার প্রেসক্লাব ও নিউজ৩৯ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে দোহার থানার (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় দোহার থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন