দোহারে শুরু হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকার নদী খনন প্রকল্প

437

তৌহিদ ইসলাম, শরিফ হাসান, আল আমিন, শেখ শামীম; news39.net: দোহারে খুব শীঘ্রই পদ্মা বাধ সংরক্ষণ, নদীর তীর সংরক্ষণ ও নদীগর্ভে বিলীন হওয়া তীরবর্তী প্রায় ১০ কিমি এলাকা পুনরুদ্ধারের জন্য নদীর নাব্যতা রক্ষার্তে দ্রুত নদী খনন প্রকল্প হাতে নেয়া হয়েছে। শাইনপুকুর থেকে নারিশা পর্যন্ত বাধ সংরক্ষণ ও বাধ সংলগ্ন বর্ধিত অংশের সংরক্ষণের জন্য ভূমি পুনরুদ্ধারে ড্রেজিং কার্যক্রম চলবে। সমগ্র প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে কাজটি সম্পন্ন হবে। এতে ব্যয় হবে প্রায় ৫৯৪ কোটি টাকা। এতে প্রায় ১৫/২০ হাজার একর ভূমি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন, স্থানীয় জনসাধারণ। প্রাথমিকভাবে ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর থেকে নারিশা পর্যন্ত এই বর্ধিতাংশের কাজ করা হবে। এতে দোহার উপজেলা পদ্মা ভাংগনের হাত থেকে রক্ষা পাবে এবং একটি সুন্দর স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে উঠবে বলে উপস্থিত জনসাধারণ প্রত্যাশা ব্যাক্ত করেন।

আপনার মতামত দিন