দোহারে ভ্রাম্যমাণ আদালতে যমুনা ও দ্রুত পরিবহনকে অর্থদন্ড

890
যমুনা পরিবহন

দোহারে ভ্রাম্যমাণ আদালতে যমুনা ও দ্রুত পরিবহনকে অর্থদন্ড ঢাকার গুলিস্তান থেকে দোহারের মৈনট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা পরিবহনের ২টি ও দ্রুত পরিবহনের একটি বাসের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় অতিরিক্ত ভাড়া আদায়ের।টিকরপুর ভাড়া ৫০ টাকার স্হলে ১৫০ টাকা, নবাবগঞ্জ ৬৫ টাকার স্হলে ২০০ টাকা আদায় করা হয়। এ বিষয়ে যমুনা ডিলাক্স প্রাঃলিঃ এর এমবি চন্দন বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার পক্ষ থেকে কোন নির্দেশ নাই অতিরিক্ত ভাড়া আদায় করা। তবে তার তিনি এক বাস মালিকের কাছে উপরোক্ত ভাড়া আদায় করতে আপসে আলোচনা করে নির্দেশ প্রদান করেন। বিষয়টি দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জোতি বিকাশ চন্দ্রকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে দোহারের কার্তিকপুরে ভ্রাম্যমাণ আদালত বসান। পরে বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত হয়।পাশাপাশি আরো একটি বাস এবং দ্রুত পরিবহনের একটি বাসে ও অভিযোগ উঠে অতিরিক্ত ভাড়া আদায়ের। পরে বাস ৩টিকে ৫হাজার করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বাস ৩টিকে এ অর্থদন্ড প্রদান করেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ঘরমুখো যাত্রীদের সাথে অশুভ আচরণ ও তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কারনে ভোক্তা অধিকার আইনে ৩টি বাসকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার মতামত দিন