দোহারে বৃদ্ধাকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে স্বর্ণালংকার লুট

138
দোহারে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত

ঢাকার দোহারে জুলেখা আক্তার (৬৬) এক বৃদ্ধাকে বোকা বানিয়ে প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিল দুষ্কৃৃতিকারীরা। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জুলেখা উপজেলার বটিয়া গ্রামের হাজী রমজান আলীর স্ত্রী।

রমজান আলী জানান, সোমবার সকাল পৌনে ১১টায় তার স্ত্রী জুলেখা আক্তার ও তার নাতনি সাবিহাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে যান।  তিনি টিেিকট কাউন্টারে স্ত্রী ও নাতিনকে রেখে নিজে ডাক্তার দেখাতে যান। এসময় দুষ্কৃতিকারীরা জুলেখা আক্তারকে বোকা বানিয়ে তার গলার একটি স্বর্ণের চেইন  ও এক জোড়া কানের দুল নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. জসিম উদ্দিন বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি। এধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে এব্যাপারে নিজেদের সচেতন হতে হবে।

আপনার মতামত দিন