দোহারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবীদের সংবর্ধনা

71

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহারে বীর মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এস.এস.সি-২০২৪ পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল দশটায় পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনার আয়োজন করে উক্ত সামজিক সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র এলাকার তথা দোহারের কৃতি সন্তান মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা. এ আর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ বলেন, মেধার জন্য আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে, যে জাতি মেধার মূল্যায়ন করে না সে জাতি উন্নতি করতে পারে না। আজকে মেধাবীদের মূল্যায়ন করছেন আমরা শিক্ষক হিসেবে গর্বিত। ঠিক এভাবেই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে,তাহলেই শিক্ষায় আমূল পরিবর্তন আসবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের এক ঝাঁক গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ; যাদের মধ্যে দোহারের মুকসুদপুরের কুদ্দুসুর রহমান, আব্দুর রউফ,
আব্দুল মোন্নাফ। অত্র সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাজ্জাত হোসেন নিটোল, তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল মেধাবী ও তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান। অত্র অনুষ্ঠান আয়োজনে কাজ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান জীবন্ত কিংবদন্তি কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আনসারী, মূল আলোচনায় তিনি দেশে মেধার মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একজন শিক্ষার্থী যদি তিন বছর সাধনা করেন তাহলে জীবনে তার সফলতা আসবেই। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিকের এই কৃতিত্ব যেনো ধরে রাখা যায় সেই প্রচেষ্টা করতে হবে। সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদুর রহমান (কমান্ডার খোকা মিয়া) বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজ খান এদেশের গর্ব, তার নামে গড়ে উঠা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান আজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যে সম্মাননার আয়োজন করেছে এটি প্রশংসনীয় একটি কাজ, এসময় তিনি এই উদ্যোগের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রিন্সিপাল শামসুল হক বাচ্চু এবং প্রভাষক আলমগীর হোসেন। অনুষ্ঠানের সদস্য সচিব হিসেবে বাস্তবায়নে ছিলেন আব্দুর রাজ্জাক মিলন। এসময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্ত দোহারের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিলস হাই স্কুলের প্রধান শিক্ষক মো: এরশাদ হোসেন, মধুরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,শাইনপুকুর তানযিমুল উম্মাহ দাখিল মাদরাসার সুপারসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। পুরো অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্বে ছিলেন পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। অনুষ্ঠানের সমাপণিতে দোয়া ও মোনাজাত করেন মাওলানা রফিকুল ইসলাম।

আপনার মতামত দিন