দোহারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

32

মাহমুদুল হাসান সুমন (দোহার প্রতিনিধি):
ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া খাড়াকান্দা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত আনোয়ার হোসেন ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ, দোহার পৌরসভার সেক্রেটারির একমাত্র পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বুধবার বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় নিহত আনোয়ার হোসেন ও স্থানীয় কয়েকজন যুবক একসাথে দোহার পৌরসভার পিছনে এক পুকুরে মাছ ধরতে যায়।বড়শির ছিপ এক পর্যায়ে মাথার উপরে উঠে বিদ্যুৎ এর প্রধান লাইনের সাথে স্পর্শ করে।তৎক্ষণাৎ তার চিৎকার শুনে অন্যান্যরা তাকে উদ্ধার করে স্থানীয় সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত ডাক্তার ইসিজি ও অন্যান্য বিষয় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।মৃতের আত্ত্বীয়স্বজন তাকে বাসায় নিয়ে যায় ও সে জীবিত আছে বলে পুনরায় হাসপাতালে নিয়ে আসে।এক পর্যায়ে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেয়। পরবর্তীতে ডাক্তারের কথা ও বাস্তবতা মেনে ঢাকায় না গিয়ে লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।মৃত্যুকালে তিনি ছয় মাসের অন্ত:সত্তা স্ত্রী, দুই ছেলে ও পরিবার রেখে গেছেন।এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনার মতামত দিন