দোহারে নাজমুল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার 

233
দোহারে নাজমুল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার 

news39.net: দোহারে নাজমুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

জানা যায়, দোহার থানার একাধিক চৌকশ টিম দোহার থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলাসহ আশ পাশের বিভিন্ন একালায় অভিযান পরিচালনা করে নাজমুল হত্যা মামলার আসামী ১) রনি মিয়া ওরফে ডাকাত রনি (৩৫) পিতা-মৃত নুরু কসাই, পালক পিতা-চান মিয়া, ও ২) মোঃ নাজমুল (২০) পিতা-রনি মিয়া ওরফে ডাকাত রনি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য আসামী রনি মিয়া ওরফে ডাকু রনি (৩৫) এর বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক ও খুন সহ সর্বমোট ১২ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর, দোহার উপজেলা রাইপাড়া ইউনিয়নের বাঁশতলা বাজারে তারেক খানের দোকানে চা খেতে নাজমুলকে ডেকে নেন তারই বন্ধু মিলন হোসেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে নাজমুলকে ধারালো ছোরা দিয়ে ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন