দোহারে দুই ব্যবসায়ীকে জরিমানা

409

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: বুধবার বিকেলে দোহার উপজেলার দুই ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ এর ২৮ ও ৪৫ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নন-মেট্রিক গজ ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বিল্লাল বস্ত্র বিতান এবং নিউ ভাইবন্ধু ফুড প্রডাক্টসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএসটিআই এর পরিদর্শক(মেট্রোলজি) মো. নাজমুস সায়াদতের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় দোহার পেট্রোল পাম্প, বেগম আয়েশা সুপার মার্কেট এবং থানার মোড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোহার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

আপনার মতামত দিন