দোহারে ড্রেজার অপসারণ: জামাই-শ্বশুরকে জরিমানা

400
দোহারে ড্রেজার অপসারণ: জামাই-শ্বশুরকে জরিমানা

ঢাকার দোহার উপজেলার চর লটাখোলা হাতেমের কুম পাড় এলাকায় অবৈধভাবে কিছু দিন যাবত সরকারি খালের জমির মাটি  ড্রেজার  দিয়ে উওোলন করে অবাদেই বিক্রি করে যাচ্ছিলেন  জামালচর এলাকার সোহেল রানা (৩০)(পিতা হাসমত তালুকদার) এবং নাগেরকান্দা গ্রামের  আজিমউদ্দিন (৬০) (পিতা: শেখ আমির উদ্দীন) নামে দুই ব্যক্তি।  

২৩ ডিসেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২ ঘন্টা  মোবাইল কোটের অভিযানের  পর অবৈধভাবে সরকারি খালের জমির  মাটি কাটা ও বিক্রির অপরাধে বালু ও মাটি ব্যবসায়ী সোহেল রানা ও তার শ্বশুর আজিমউদ্দিন কে  বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০অপরাধ ৫ এর ১ ধারায় শাস্তি ১৫ এর ১ ধারায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অপরাধ  ৫ এর ১ ধারায়  নগদ ৫০ হাজার করে ২ জন কে ১ লক্ষ টাকা টাকা জরিমানা অনাদায়ে  ১৫ এর ১ ধারায় ২ জন কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করেন ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট চীফ এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।

এ সময় সহযোগিতা করেন দোহার থানা এ এস আই মোমিন ও থানা পুলিশ ফোর্স।

আপনার মতামত দিন